আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬৫৯
অধ্যায়ঃ শিষ্টাচার
ঘর-বাড়ী ইত্যাদিতে জীব-জন্তু ও পাখ-পাখালির ছবি অংকন সম্পর্কে ভীতি প্রদর্শন
৪৬৫৯. হযরত আলী (রা) থেকে বর্ণিত। রাসূলাল্লাহ (ﷺ) বলেনঃ যে ঘরে ছবি অথবা যার উপর গোসল ফরয এমন পর্যায়ের নাপাক ব্যক্তি অথবা কুকুর থাকে সে ঘরে ফিরিশতাগণ প্রবেশ করে না।
(আবূ দাউদ, নাসাঈ (নিজ নিজ সুনানে) ও ইবন হিব্বান তাঁর সহীহতে (সকলেই) হাদীসটি আবদুল্লাহ্ ইবন ইয়াহইয়া (র)-এর সূত্রে বর্ণনা করেছেন। বুখারী বলেন, এ ব্যাপারে দ্বিধা রয়েছে।)
(আবূ দাউদ, নাসাঈ (নিজ নিজ সুনানে) ও ইবন হিব্বান তাঁর সহীহতে (সকলেই) হাদীসটি আবদুল্লাহ্ ইবন ইয়াহইয়া (র)-এর সূত্রে বর্ণনা করেছেন। বুখারী বলেন, এ ব্যাপারে দ্বিধা রয়েছে।)
كتاب الأدب
التَّرْهِيب من تَصْوِير الْحَيَوَانَات والطيور فِي الْبيُوت وَغَيرهَا
4659- وَعَن عَليّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تدخل الْمَلَائِكَة بَيْتا فِيهِ صُورَة وَلَا جنب وَلَا كلب
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه كلهم من رِوَايَة عبد الله بن يحيى
قَالَ البُخَارِيّ فِيهِ نظر
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه كلهم من رِوَايَة عبد الله بن يحيى
قَالَ البُخَارِيّ فِيهِ نظر