আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬৬০
অধ্যায়ঃ শিষ্টাচার
ঘর-বাড়ী ইত্যাদিতে জীব-জন্তু ও পাখ-পাখালির ছবি অংকন সম্পর্কে ভীতি প্রদর্শন
৪৬৬০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার কাছে জিবরীল (আ) এসে বললেন, আমি গত রাত্রে আপনার কাছে এসেছিলাম। তবে ঘরে প্রবেশ করতে আমার জন্য একমাত্র বাধা ছিল এই যে, দরজায় কতগুলো প্রাণীচিত্র ছিল, আর ঘরে একটি পর্দা ছিল, তাতেও কতগুলো প্রাণীচিত্র ছিল এবং ঘরে একটি কুকুর ছিল। অতএব, আপনি ঘরে যে প্রাণীর ছবি রয়েছে, তার মাথা কেটে ফেলার নির্দেশ দিন, যাতে ছবিটি বৃক্ষাকৃতি হয়ে যায়। আর পর্দাটি ছিঁড়ে ফেলতে বলুন, যাতে এর দ্বারা দলিত *ব্যবহার্য দু'টো বালিশ তৈরী করে নেওয়া যায় এবং কুকুরটি বের করে দিতে হুকুম দিন।
(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ (নিজ নিজ সুনানে) ও ইবন হিব্বান তাঁর সহীহ-তে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, 'হাদীসটি হাসান সহীহ' এতদসম্পর্কিত আরও কিছু হাদীস কুকুর পালন সম্পর্কিত অধ্যায়ে বর্ণিত হবে। ইনশাআল্লাহ্।)
كتاب الأدب
التَّرْهِيب من تَصْوِير الْحَيَوَانَات والطيور فِي الْبيُوت وَغَيرهَا
4660- وَعَن أبي هرير رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَتَانِي جِبْرِيل عَلَيْهِ
السَّلَام فَقَالَ لي أَتَيْتُك البارحة فَلم يَمْنعنِي أَن أكون دخلت إِلَّا أَنه كَانَ على الْبَاب تماثيل وَكَانَ فِي الْبَيْت قرام ستر فِيهِ تماثيل وَكَانَ فِي الْبَيْت كلب فَمر بِرَأْس التمثال الَّذِي فِي الْبَيْت يقطع فَيصير كَهَيئَةِ الشَّجَرَة وَمر بالستر فَيقطع فَيجْعَل وسادتين منبوذتين توطآن وَمر بالكلب فَليخْرجْ

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح وَتَأْتِي أَحَادِيث من هَذَا النَّوْع فِي اقتناء الْكَلْب إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান