আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬৫৮
অধ্যায়ঃ শিষ্টাচার
ঘর-বাড়ী ইত্যাদিতে জীব-জন্তু ও পাখ-পাখালির ছবি অংকন সম্পর্কে ভীতি প্রদর্শন
৪৬৫৮. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জিবরীল (আ) রাসূলুল্লাহ কাছে আসবেন বলে তাঁর সাথে ওয়াদা করেছিলেন। কিন্তু তিনি তাঁর কাছে আসতে বিলম্ব করলেন। ফলে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তাঁর বিলম্ব প্রাণান্তকর ঠেকল। তারপর তিনি (ঘর থেকে) বের হলে জিবরীল (আ) তাঁর সাথে সাক্ষাৎ করলেন। তখন রাসূলুল্লাহ তাঁর কাছে অনুযোগ করলে তিনি বললেনঃ যে ঘরে কুকুর অথবা ছবি থাকে সে ঘরে আমরা প্রবেশ করি না।
(বুখারী হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من تَصْوِير الْحَيَوَانَات والطيور فِي الْبيُوت وَغَيرهَا
4658- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ وَاعد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جِبْرِيل صلى الله عَلَيْهِ وَسلم أَن يَأْتِيهِ فَرَاثَ عَلَيْهِ حَتَّى اشْتَدَّ على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَخرج فَلَقِيَهُ جِبْرِيل صلى الله عَلَيْهِ وَسلم فَشَكا إِلَيْهِ فَقَالَ إِنَّا لَا ندخل بَيْتا فِيهِ كلب وَلَا صُورَة
رَوَاهُ البُخَارِيّ
رَوَاهُ البُخَارِيّ