আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২০২
অধ্যায়ঃ শিষ্টাচার
সম্পর্কোচ্ছেদ, ঘৃণা-বিদ্বেষ এবং পৃষ্ঠপ্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
৪২০২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। তিনদিনের বেশী সময় এক মুসলমান থেকে অন্য মুসলমানের সম্পর্ক ছিন্ন রাখা উচিত নয়। এরপর উভয়ের সাথে সাক্ষাৎ হলে একজনে তিনবার সালাম দেবে। অপরজন একবারও সালামের জবাব না দিলে, সে গুনাহগার হবে।
(আবু দাউদ (র) বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب من التهاجر والتشاحن والتدابر
4202- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يكون لمُسلم أَن يهجر مُسلما فَوق ثَلَاثَة أَيَّام فَإِذا لقِيه سلم عَلَيْهِ ثَلَاث مَرَّات كل ذَلِك لَا يرد عَلَيْهِ فقد بَاء بإثمه

رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান