আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২০১
অধ্যায়ঃ শিষ্টাচার
সম্পর্কোচ্ছেদ, ঘৃণা-বিদ্বেষ এবং পৃষ্ঠপ্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
৪২০১. আবু দাউদ (র)-এর অন্য বর্ণনায় আছে, নবী (ﷺ) বলেছেন: এক মু'মিন অন্য মু'মিনের সাথে তিন দিনের অধিক সময় সম্পর্ক ছিন্ন রাখা হালাল নয়। তিন দিন অতিক্রান্ত হলে সে যেন তার সাথে সাক্ষাৎ করে এবং তাকে সালাম দেয়। অপর ব্যক্তি সালামের জবাব দিলে তারা উভয়েই সাওয়াবের অংশীদার হবে। আর যদি সে জবাব না দেয়, তবে সে গুনাহগার হবে এবং প্রথম ব্যক্তি সম্পর্ক ছিন্নের গুনাহ থেকে মুক্তি লাভ করবে।
كتاب الأدب
التَّرْهِيب من التهاجر والتشاحن والتدابر
4201- وَفِي رِوَايَة لأبي دَاوُد قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَا يحل لمُؤْمِن أَن يهجر مُؤمنا فَوق ثَلَاث فَإِن مرت بِهِ ثَلَاث فليلقه فليسلم عَلَيْهِ فَإِن رد عَلَيْهِ السَّلَام فقد اشْتَركَا فِي الْأجر وَإِن لم يرد عَلَيْهِ فقد بَاء بالإثم وَخرج الْمُسلم من الْهِجْرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান