আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২০০
অধ্যায়ঃ শিষ্টাচার
সম্পর্কোচ্ছেদ, ঘৃণা-বিদ্বেষ এবং পৃষ্ঠপ্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
৪২০০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক মুসলমানের সাথে অন্য মুসলমানের তিন দিনের বেশী সময় সম্পর্ক ছিন্ন রাখা হালাল নয়। যে ব্যক্তি তিনদিনের অধিক সম্পর্ক ছিন্ন রাখা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে জাহান্নামী।
(আবু দাউদ, নাসাঈ, বুখারী এবং মুসলিম (র) তার শর্তানুরূপ বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْهِيب من التهاجر والتشاحن والتدابر
4200- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يحل لمُسلم أَن يهجر أَخَاهُ فَوق ثَلَاث فَمن هجر فَوق ثَلَاث فَمَاتَ دخل النَّار

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ بِإِسْنَاد على شَرط البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান