আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৭৬
অধ্যায়ঃ শিষ্টাচার
মানুষের সাথে মেলামেশায় নিরাপত্তাহীনতার আশংকা থাকলে নির্জনতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
৪১৭৬. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। একদা উমার (রা) মসজিদের দিকে বেরিয়ে যান। এ সময় তিনি মু'আয (রা)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর রওযার কাছে ক্রন্দনরত দেখতে পান। তিনি তাঁর কান্নার কারণ জিজ্ঞেস করেন। উত্তরে তিনি বলেন: একটি হাদীস স্মরণ করে আমি কাঁদছি, যা আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি: তিনি বলেছেন: প্রদর্শনেচ্ছা (রিয়া)ও ক্ষুদ্র শিরকের অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি আল্লাহর ওলীর সাথে বৈরিতা পোষণ করে, সে যেন স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করল। নিশ্চয়ই আল্লাহ্ ভালবাসেন ঐ সকল নেক্কার, আল্লাহ্ ভীরু, এবং গোপনে সৎকর্ম সম্পাদনকারীদেরকে, যারা অনুপস্থিত থাকলেও কেউ খোঁজ করে না, উপস্থিত থাকলেও পরিচয় নেয় না, তাদের অন্তর হিদায়েতের জ্যোতিতে জ্যোতির্ময় এবং তারা ফিতনা ও নাফরমানী থেকে দূরে থাকে।
(ইবনে মাজা, হাকিম ও বায়হাকী যুহদ অধ্যায়ে বর্ণনা করেন। ইমাম হাকিম (র) বলেন: হাদীসটির সনদ বিশুদ্ধ ও ত্রুটিমুক্ত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْعُزْلَة لمن لَا يَأْمَن على نَفسه عِنْد الِاخْتِلَاط
4176- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن عمر خرج إِلَى الْمَسْجِد فَوجدَ معَاذًا عِنْد قبر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يبكي فَقَالَ مَا يبكيك قَالَ حَدِيث سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْيَسِير من الرِّيَاء شرك وَمن عادى أَوْلِيَاء الله فقد بارز بالمحاربة
إِن الله يحب الْأَبْرَار الأتقياء الأخفياء الَّذين إِن غَابُوا لم يفتقدوا وَإِن حَضَرُوا لم يعرفوا قُلُوبهم مصابيح الْهدى يخرجُون من كل غبراء مظْلمَة

رَوَاهُ ابْن مَاجَه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ فِي الزّهْد وَقَالَ الْحَاكِم صَحِيح وَلَا عِلّة لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান