আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৭৫
অধ্যায়ঃ শিষ্টাচার
মানুষের সাথে মেলামেশায় নিরাপত্তাহীনতার আশংকা থাকলে নির্জনতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
৪১৭৫. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-কে ঘিরে বসে ছিলাম, আর তখন তিনি ফিতনা সম্পর্কে আলোচনা করছিলেন, তিনি বলেনঃ তোমরা যখন মানুষকে তাদের অঙ্গীকার ভঙ্গ করতে দেখবে, আমানতদারী লংঘিত হতে দেখবে। আর তাদের অবস্থা এরূপ হবে- একথা বলে তিনি তার এক হাতের আংগুল অপর হাতের মধ্যে প্রবিষ্ট করে দেখান। সে বলল: আমি দাঁড়িয়ে গেলাম এবং বললাম। আপনার জন্য আমার জীবন আল্লাহ উৎসর্গীত করুন, ঐ সময় আমি কী করব? তিনি বলেন: তুমি তোমার বাসস্থানকে আবশ্যক করে নেবে, তুমি নিজের মুক্তির জন্য কাঁদবে, তুমি তোমার রসনা নিজের জন্য সংযত করা অপরিহার্য করে নেবে, ভাল কাজ গ্রহণ করবে এবং অন্য সাধারণের ব্যাপার ছেড়ে দেবে।
(আবু দাউদ ও নাসাঈ হাসান সনদে বর্ণনা করেন।
مرجت বিশৃংখলা, বাহ্যিক অর্থ হচ্ছে, আমানত উঠে যাওয়া অর্থাৎ আমানতে ঘাটতি দেখা দেয়া, যেমন আরবীবিদদের কথায় خف القوم অর্থাৎ তারা সংখ্যায় কম। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْعُزْلَة لمن لَا يَأْمَن على نَفسه عِنْد الِاخْتِلَاط
4175- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ بَيْنَمَا نَحن حول رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذْ ذكر الْفِتْنَة فَقَالَ إِذا رَأَيْتُمْ النَّاس قد مرجت عهودهم وَخفت أماناتهم وَكَانُوا هَكَذَا وَشَبك بَين أَصَابِعه قَالَ فَقُمْت إِلَيْهِ فَقلت كَيفَ أفعل عِنْد ذَلِك جعلني الله تبَارك وَتَعَالَى فدَاك قَالَ الزم بَيْتك وابك على نَفسك واملك عَلَيْك لسَانك وَخذ مَا تعرف ودع مَا تنكر وَعَلَيْك بِأَمْر خَاصَّة نَفسك ودع عَنْك أَمر الْعَامَّة

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ بِإِسْنَاد حسن
مرجت أَي فَسدتْ وَالظَّاهِر أَن معنى قَوْله خفت أماناتهم أَي قلت من قَوْلهم خف الْقَوْم أَي قلوا وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান