আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৭১
অধ্যায়ঃ শিষ্টাচার
মানুষের সাথে মেলামেশায় নিরাপত্তাহীনতার আশংকা থাকলে নির্জনতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
৪১৭১. হযরত উকবা ইবনে আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। একদা আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! সে কি মুক্ত? তিনি বলেনঃ তুমি তোমার রসনা সংযত রাখা অপরিহার্য করে নাও, তোমার ঘর (মানব সেবায়) উন্মুক্ত রাখ এবং নিজ গুনাহের জন্য কাঁদো।
(তিরমিযী, ইবনে আবদু দুনিয়া ও বায়হাকী বর্ণিত। তাঁরা সবাই উবায়দুল্লাহ ইবনে যাহর (র) থেকে, তিনি আলী ইবনে ইয়াযীদ (র) থেকে বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْعُزْلَة لمن لَا يَأْمَن على نَفسه عِنْد الِاخْتِلَاط
4171- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله مَا النجَاة قَالَ أمسك عَلَيْك لسَانك وليسعك بَيْتك وابك على خطيئتك

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ كلهم من طَرِيق عبيد الله بن زحر عَن عَليّ بن يزِيد وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান