আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৭২
অধ্যায়ঃ শিষ্টাচার
মানুষের সাথে মেলামেশায় নিরাপত্তাহীনতার আশংকা থাকলে নির্জনতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
৪১৭২. হযরত মাকহুল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি বললঃ ইয়া রাসুলাল্লাহ! কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? তিনি বলেন: প্রশ্নকারী অপেক্ষা প্রশ্নকৃত ব্যক্তি অধিক জ্ঞাত নয়। তবে তার কতগুলো লক্ষণ রয়েছে। তা হল: তাকারুবু আসওয়াক। সাহাবায়ে কিরাম বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! 'তাকারুবু আস্ওয়াক' কি? তিনি বলেন: বাজার পড়ে যাওয়া, ফলন না হওয়া, বৃষ্টি হওয়া সত্ত্বেও ফসল না হওয়া, গীবত ছড়িয়ে পড়া, জারজ সন্তানের আধিক্য হওয়া, সম্পদশালীকে সম্মান প্রদর্শন করা, মসজিদে পাপাচারীদের উচ্চকণ্ঠ হওয়া, অসত্যবাদীদের বিজয় লাভ করা। তখন এক ব্যক্তি বলল। ঐ সময়ে আপনি আমাকে কি কাজ করার নির্দেশ দেন? তিনি বলেনঃ তুমি সমাজ থেকে দ্বীন নিয়ে পালিয়ে যাবে এবং তুমি তোমার ঘরে চাদর মুড়ি দিয়ে থাকবে।
(ইবনে আবুদ দুনিয়া এরূপ মুরসাল সূত্রে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْعُزْلَة لمن لَا يَأْمَن على نَفسه عِنْد الِاخْتِلَاط
4172- وَعَن مَكْحُول رَضِي الله عَنهُ قَالَ قَالَ رجل مَتى قيام السَّاعَة يَا رَسُول الله قَالَ مَا المسؤول عَنْهَا بِأَعْلَم من السَّائِل وَلَكِن لَهَا أَشْرَاط وتقارب أسواق
قَالُوا يَا رَسُول الله وَمَا تقَارب أسواقها قَالَ كسادها ومطر وَلَا نَبَات وَأَن تَفْشُو الْغَيْبَة وتكثر أَوْلَاد البغية وَأَن يعظم رب المَال وَأَن تعلو أصوات الفسقة فِي الْمَسَاجِد وَأَن يظْهر أهل الْمُنكر على أهل الْحق قَالَ رجل فَمَا تَأْمُرنِي قَالَ فر بِدينِك وَكن حلسا من أحلاس بَيْتك

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا هَكَذَا مُرْسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান