আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১৭০
অধ্যায়ঃ শিষ্টাচার
মানুষের সাথে মেলামেশায় নিরাপত্তাহীনতার আশংকা থাকলে নির্জনতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
৪১৭০. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: সুসংবাদ ঐ ব্যক্তির জন্য, যে নিজ রসনা সংযত করে, তার ঘর লোকদের জন্য উন্মুক্ত রাখে এবং নিজ গুনাহের জন্য কাঁদে।
(তাবারানী (র) 'আওসাত ও সাগীর' গ্রন্থে উত্তম সনদে বর্ণনা করেন।)
(তাবারানী (র) 'আওসাত ও সাগীর' গ্রন্থে উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْعُزْلَة لمن لَا يَأْمَن على نَفسه عِنْد الِاخْتِلَاط
4170- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم طُوبَى لمن ملك لِسَانه ووسعه بَيته وَبكى على خطيئته
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَحسن إِسْنَاده
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَحسن إِسْنَاده