আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১৫৪
অধ্যায়ঃ শিষ্টাচার
কারো ঘরে প্রবেশের অনুমতি নেয়ার পূর্বে উঁকি মারার প্রতি ভীতি প্রদর্শন
৪১৫৪. নাসাঈ শরীফে বর্ণিত আছে, নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কারো ঘরে তাদের অনুমতি ব্যতীত উঁকি মেরে দেখে, তার চোখ ফুঁড়ে দাও। এতে কোন মুক্তিপণ বা ক্ষতিপূরণ কিছুই দিতে হবে না।
كتاب الأدب
التَّرْهِيب أَن يطلع الْإِنْسَان فِي دَار قبل أَن يسْتَأْذن
4154- وَفِي رِوَايَة للنسائي أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من اطلع فِي بَيت قوم بِغَيْر إذْنهمْ ففقؤوا عينه فَلَا دِيَة لَهُ وَلَا قصاص