আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১৫৫
অধ্যায়ঃ শিষ্টাচার
কারো ঘরে প্রবেশের অনুমতি নেয়ার পূর্বে উঁকি মারার প্রতি ভীতি প্রদর্শন
৪১৫৫. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন ব্যক্তি যদি কারো বিনানুমতিতে তার কক্ষের পর্দা সরায় এবং তাকে অনুমতি দেওয়ার আগে সে যদি ভেতরে তাকায় তবে সে এমন অপরাধ করে, যা তার জন্য হালাল নয়। এমন অবস্থায় তার চোখ ফুড়ে দিলে তার শাস্তি নেই। আর কারো দরজায় যদি পর্দা না থাকে, এমতাবস্থায় সে যদি ঘরের মধ্যে দৃষ্টিপাত করে, তবে তাতে তার গুনাহ হবে না। বরং গুনাহ হবে গৃহস্বামীর।
(আহমাদ বর্ণিত। তার সনদে লাহীয়া ব্যতীত অপরাপর বর্ণনাকারীদের বর্ণনা বিশ্বস্ত ও তিরমিযী। তিনি বলেন, উক্ত হাদীসটি গরীব। কেননা, ইবনে লাহীয়া ব্যতীত আমি উক্ত হাদীসটি আর কারো থেকে জানতে পারি নি।)
(আহমাদ বর্ণিত। তার সনদে লাহীয়া ব্যতীত অপরাপর বর্ণনাকারীদের বর্ণনা বিশ্বস্ত ও তিরমিযী। তিনি বলেন, উক্ত হাদীসটি গরীব। কেননা, ইবনে লাহীয়া ব্যতীত আমি উক্ত হাদীসটি আর কারো থেকে জানতে পারি নি।)
كتاب الأدب
التَّرْهِيب أَن يطلع الْإِنْسَان فِي دَار قبل أَن يسْتَأْذن
4155- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَيّمَا رجل كشف سترا فَأدْخل بَصَره قبل أَن يُؤذن لَهُ فقد أَتَى حدا لَا يحل لَهُ أَن يَأْتِيهِ وَلَو أَن رجلا فَقَأَ عينه لهدرت وَلَو أَن رجلا مر على بَاب لَا ستر لَهُ فَرَأى عَورَة أَهله فَلَا خَطِيئَة عَلَيْهِ إِنَّمَا الْخَطِيئَة على أهل الْمنزل
رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا ابْن لَهِيعَة وَرَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من حَدِيث ابْن لَهِيعَة
رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا ابْن لَهِيعَة وَرَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من حَدِيث ابْن لَهِيعَة