আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১৫৩
অধ্যায়ঃ শিষ্টাচার
কারো ঘরে প্রবেশের অনুমতি নেয়ার পূর্বে উঁকি মারার প্রতি ভীতি প্রদর্শন
৪১৫৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন। কেউ কারো ঘরে বিনানুমতিতে উকি মারলে গৃহবাসীর উচিত তার চোখ ফুঁড়ে দেওয়া।
(বুখারী, মুসলিম ও আবু দাউদ বর্ণিত। তবে ইমাম আবু দাউদ (র) বলেন। (নবী ﷺ বলেছেন): "তোমরা তার চোখ ফুড়ে দেবে এবং এতে দায় মুক্ত থাকবে।")
(বুখারী, মুসলিম ও আবু দাউদ বর্ণিত। তবে ইমাম আবু দাউদ (র) বলেন। (নবী ﷺ বলেছেন): "তোমরা তার চোখ ফুড়ে দেবে এবং এতে দায় মুক্ত থাকবে।")
كتاب الأدب
التَّرْهِيب أَن يطلع الْإِنْسَان فِي دَار قبل أَن يسْتَأْذن
4153- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من اطلع فِي بَيت قوم بِغَيْر إذْنهمْ فقد حل لَهُم أَن يفقؤوا عينه
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد إِلَّا أَنه قَالَ ففقؤوا عينه فقد هدرت
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد إِلَّا أَنه قَالَ ففقؤوا عينه فقد هدرت