আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১৪৮
অধ্যায়ঃ শিষ্টাচার
মুসাফাহা (করমর্দন) করার প্রতি অনুপ্রেরণা, ইশারায় সালাম দানের প্রতি ভীতি প্রদর্শন এবং কাফিরকে সালাম দান প্রসঙ্গে
৪১৪৮. আতা খুরাসানী (র) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা পরস্পরে মুসাফাহা করবে, এতে তোমাদের অন্তরের হিংসা-বিদ্বেষ দূর হয়ে যাবে। আর পরস্পরে হাদীয়া বিনিময় করবে, এতে ভালোবাসা সৃষ্টি হবে এবং বৈরিতা দূর হবে।
(মালিক (র) মু'দাল সনদে বর্ণনা করেছেন, তবে তার সনদ সূত্র সমালোচিত।)
(মালিক (র) মু'দাল সনদে বর্ণনা করেছেন, তবে তার সনদ সূত্র সমালোচিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي المصافحة والترهيب من الْإِشَارَة فِي السَّلَام وَمَا جَاءَ فِي السَّلَام على الْكفَّار
4148- وَعَن عَطاء الْخُرَاسَانِي أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تصافحوا يذهب عَنْكُم الغل وتهادوا تحَابوا وَتذهب الشحناء
رَوَاهُ مَالك هَكَذَا معضلا وَقد أسْند من طرق فِيهَا مقَال
رَوَاهُ مَالك هَكَذَا معضلا وَقد أسْند من طرق فِيهَا مقَال