আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪১৪৭
অধ্যায়ঃ শিষ্টাচার
মুসাফাহা (করমর্দন) করার প্রতি অনুপ্রেরণা, ইশারায় সালাম দানের প্রতি ভীতি প্রদর্শন এবং কাফিরকে সালাম দান প্রসঙ্গে
৪১৪৭. আইউব ইবনে বাশীর আদাবী (র) আনজা গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণনা করেন। তিনি বলেন: হযরত আবূ যার (রা) যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন, তখন আমি তার কাছে রাসুলুল্লাহ্ (ﷺ)-এর একটি হাদীস জানতে চাই। তিনি বলেনঃ আমি তোমাকে হাদীসটি শোনালে তোমার কাছে খারাপ লাগবে। আমি বললাম: কখনো তা মন্দ নয়। আমি জিজ্ঞাস করলাম। রাসুলুল্লাহ (ﷺ)-এর সংগে সাক্ষাৎ হলে তিনি কি আপনাদের সাথে মুসাফাহা করতেন? তিনি বলেন: আমি যতবারই তাঁর সংগে সাক্ষাৎ করেছি, ততবারই তাঁর সাথে মুসাফাহা করেছি। একবার তিনি এক ব্যক্তিকে আমার কাছে প্রেরণ করেন, কিন্তু তখন আমি বাড়ীতে ছিলাম না। এরপর বাড়ীতে এসে জানতে পারলাম যে, তিনি এক ব্যক্তিকে আমার নিকট প্রেরণ করেছেন। তখন আমি তাঁর কাছে গিয়ে দেখলাম, তিনি চেয়ারে বসে আছেন। তিনি আমাকে দেখে বুকে জড়িয়ে ধরেন, আর সেই সময়ের দৃশ্যটি ছিল কতই না উত্তম।
(আবু দাউদ, তাঁর বর্ণনায় আবদুল্লাহ্ নামে একজন অজ্ঞাতনামা বর্ণনাকারী রয়েছেন।)
(আবু দাউদ, তাঁর বর্ণনায় আবদুল্লাহ্ নামে একজন অজ্ঞাতনামা বর্ণনাকারী রয়েছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي المصافحة والترهيب من الْإِشَارَة فِي السَّلَام وَمَا جَاءَ فِي السَّلَام على الْكفَّار
4147- وَعَن أَيُّوب بن بشير الْعَدوي عَن رجل من عنزة قَالَ قلت لأبي ذَر حَيْثُ سير إِلَى الشَّام إِنِّي أُرِيد أَن أَسأَلك عَن حَدِيث من حَدِيث رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذن أخْبرك بِهِ إِلَّا أَن يكون شرا قلت إِنَّه لَيْسَ بشر هَل كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يصافحكم إِذا لقيتموه قَالَ مَا لَقيته قطّ إِلَّا صَافَحَنِي وَبعث إِلَيّ ذَات يَوْم وَلم أكن فِي أَهلِي فَجئْت فَأخْبرت أَنه أرسل إِلَيّ فاتيته وَهُوَ على سَرِيره فالتزمني فَكَانَت تِلْكَ أَجود وأجود
رَوَاهُ أَبُو
دَاوُد وَالرجل الْمُبْهم اسْمه عبد الله مَجْهُول
رَوَاهُ أَبُو
دَاوُد وَالرجل الْمُبْهم اسْمه عبد الله مَجْهُول