আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৪৯
অধ্যায়ঃ শিষ্টাচার
মুসাফাহা (করমর্দন) করার প্রতি অনুপ্রেরণা, ইশারায় সালাম দানের প্রতি ভীতি প্রদর্শন এবং কাফিরকে সালাম দান প্রসঙ্গে
৪১৪৯. হযরত আমর ইবনে শু'আয়ব (রা) পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদা থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার (আনীত) ধর্ম ব্যতীত অন্য ধর্মের সাথে সাদৃশ্য স্থাপন করে, সে আমার দলর্ভুক্ত নয়। কাজেই, তোমরা ইয়াহুদী ও নাসারাদের সাথে সাদৃশ্য স্থাপন করো না। কেননা, ইয়াহুদীদের সালাম হল হাতের ইশারায়, আর নাসারাদের সালাম হল হাতের তালু দ্বারা।
(তিরমিযী ও তাবারানী বর্ণিত। ইমাম তাবারানী (র) আরও বাড়িয়ে বলেন: তিনি (নবী ﷺ বলেন: তোমরা কপালের চুল কাটবে না, গোঁফ ছোট করবে, দাড়ি লম্বা করবে এবং মসজিদ ও বাজারে (অনর্থক) পায়চারী করবে না। আর তোমরা পরিধেয় বস্ত্র পরিধান করবে, তবে তার নিচে ইযার পরিধান করবে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي المصافحة والترهيب من الْإِشَارَة فِي السَّلَام وَمَا جَاءَ فِي السَّلَام على الْكفَّار
4149- وَرُوِيَ عَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده رَضِي الله عَنْهُم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَيْسَ منا من تشبه بغيرنا لَا تشبهوا باليهود وَلَا بالنصارى
فَإِن تَسْلِيم الْيَهُود الْإِشَارَة بالأصابع وَإِن تَسْلِيم النَّصَارَى بالأكف

رَوَاهُ التِّرْمِذِيّ وَالطَّبَرَانِيّ وَزَاد وَلَا تقصوا النواصي وأحفوا الشَّارِب وَاعْفُوا اللحى وَلَا تَمْشُوا فِي الْمَسَاجِد والأسواق وَعَلَيْكُم القمص إِلَّا وتحتها الأزر
tahqiqতাহকীক:তাহকীক চলমান