আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০৯৪
অধ্যায়ঃ শিষ্টাচার
নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৯৪. পূর্ববর্তী হযরত উবাদা ইবনে সামিত (রা) থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আমি কি তোমাদের এমন বিষয়ে অবহিত করব না, যদদ্বারা আল্লাহ জান্নাতের বালাখানাগুলো সুউচ্চ করবেন এবং মর্যাদা সমুন্নত করবেন? সাহাবায়ে কিরাম বলেন: হাঁ, ইয়া রাসুলাল্লাহ! তিনি বলেন, যে ব্যক্তি না বুঝে তোমার সাথে অসদাচরণ করবে, তুমি তার প্রতি সহনশীল হবে; আর যে তোমার প্রতি যুলম করবে তাকে তুমি ক্ষমা করে দেবে; যে তোমাকে বঞ্চিত করবে, তাকে তুমি দান করবে এবং যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখবে।
(তাবারানী ও বাযযার বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4094- وَتقدم حَدِيث عبَادَة بن الصَّامِت قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أنبئكم بِمَا يشرف الله بِهِ الْبُنيان وَيرْفَع بِهِ الدَّرَجَات قَالُوا نعم يَا رَسُول الله
قَالَ تحلم على من جهل عَلَيْك وَتَعْفُو عَمَّن ظلمك وَتُعْطِي من حَرمك وَتصل من قَطعك

رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান