আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৯৩
অধ্যায়ঃ শিষ্টাচার
নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৯৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। আল্লাহর ভালবাসা ঐ ব্যক্তির জন্য অবধারিত, যাকে ক্ষুদ্ধ করা হলেও সে সহনশীলতা অবলম্বন করে।
(ইস্পাহানী বর্ণিত। তবে তাঁর বর্ণনায় ইমাম হাকিম (র)-এর উস্তাদ আহমাদ ইবনে দাউদ ইবনে আবদুল গাফ্ফার মিসরী রয়েছেন। ইমাম হাকিম তাঁকে বিশ্বস্ত মনে করেন।)
(ইস্পাহানী বর্ণিত। তবে তাঁর বর্ণনায় ইমাম হাকিম (র)-এর উস্তাদ আহমাদ ইবনে দাউদ ইবনে আবদুল গাফ্ফার মিসরী রয়েছেন। ইমাম হাকিম তাঁকে বিশ্বস্ত মনে করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4093- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول وَجَبت محبَّة الله على من أغضب فحلم
رَوَاهُ الْأَصْبَهَانِيّ وَفِي سَنَده أَحْمد بن دَاوُد بن عبد الْغفار الْمصْرِيّ شيخ الْحَاكِم وَقد وَثَّقَهُ الْحَاكِم وَحده
رَوَاهُ الْأَصْبَهَانِيّ وَفِي سَنَده أَحْمد بن دَاوُد بن عبد الْغفار الْمصْرِيّ شيخ الْحَاكِم وَقد وَثَّقَهُ الْحَاكِم وَحده