আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০৮০
অধ্যায়ঃ শিষ্টাচার
নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৮০. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে পরিবারের সদস্যদের মধ্যে কোমলতা রয়েছে, সে পরিবার উপকৃত হয়।
(তাবারানী (র) উত্তম সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4080- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا أعطي أهل بَيت الرِّفْق إِلَّا نفعهم

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান