আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৮১
অধ্যায়ঃ শিষ্টাচার
নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৮১. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যার মধ্যে তিনটি স্বভাব থাকবে, আল্লাহ্ তাকে নিজ দয়ায় ঢেকে নেবেন এবং তাকে তাঁর জান্নাতে প্রবেশ করাবেন। তা হল: ১. দুর্বলের প্রতি বিনম্র হওয়া ২. পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ৩. দাসদাসীর প্রতি সদয় হওয়া।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেনঃ হাদীসটি গরীব।)
(তিরমিযী বর্ণিত। তিনি বলেনঃ হাদীসটি গরীব।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4081- وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث من كن فِيهِ نشر الله عَلَيْهِ كنفه وَأدْخلهُ جنته رفق بالضعيف وشفقة على الْوَالِدين وإحسان إِلَى الْمَمْلُوك
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب