আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৭৯
অধ্যায়ঃ শিষ্টাচার
নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৭৯. হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোমলতা কল্যাণ বয়ে আনে, আর কঠোরতা অকল্যাণ বয়ে আনে।
(তাবারানীর আওসতা গ্রন্থে বর্ণিত।)
(তাবারানীর আওসতা গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4079- وَرُوِيَ عَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الرِّفْق يمن والخرق شُؤْم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط