আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৭৮
অধ্যায়ঃ শিষ্টাচার
নম্রতা, ধীরস্থিরতা ও সহনশীলতার প্রতি অনুপ্রেরণা
৪০৭৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে বলেনঃ হে আয়েশা! তুমি বিনীয় হবে। কেননা, আল্লাহ্ যখন কোন পরিবারের প্রতি কল্যাণের ইচ্ছা করেন, তখন তাদের তিনি বিনয়ী করেন।
(আহমাদ, বাযযার (র) জাবির (রা) থেকে বর্ণনা করেন। তবে তাঁদের উভয়ের বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ।)
(আহমাদ, বাযযার (র) জাবির (রা) থেকে বর্ণনা করেন। তবে তাঁদের উভয়ের বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الرِّفْق والأناة والحلم
4078- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهَا يَا عَائِشَة ارفقي فَإِن الله إِذا أَرَادَ بِأَهْل بَيت خيرا أَدخل عَلَيْهِم الرِّفْق
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار من حَدِيث جَابر ورواتهما رُوَاة الصَّحِيح
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار من حَدِيث جَابر ورواتهما رُوَاة الصَّحِيح