আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০৫৩
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৫৩. হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। হযরত মু'আয ইবনে জাবাল (রা) যখন সফরের ইচ্ছা করেন, তখন তিনি বলেন: ইয়া নবী আল্লাহ্! আমাকে সদুপদেশ দিন। তিনি বলেনঃ তুমি আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কোন কিছুর শরীক করবে না। তিনি বলেন: ইয়া নবী আল্লাহ্! আমাকে আরও বাড়িয়ে বলুন। তখন তিনি বলেন: তুমি যখন কোন অন্যায় কাজ করবে, তার পাশাপাশি উত্তম কাজ করবে। তিনি বলেন: ইয়া নবী আল্লাহ! আমাকে আরো বাড়িয়ে বলুন। তিনি বলেন: তুমি (সত্যের উপর) অবিচল থাকবে এবং তোমার চরিত্রকে উত্তমরূপে গড়ে তুলবে।
(ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ ও হাকিম বর্ণিত। তিনি বলেন: সনদসূত্রেও হাদীসটি সহীহ্।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4053- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ أَرَادَ سفرا فَقَالَ يَا نَبِي الله أوصني قَالَ اعبد الله لَا تشرك بِهِ شَيْئا
قَالَ يَا نَبِي الله زِدْنِي
قَالَ إِذا أَسَأْت فَأحْسن
قَالَ يَا نَبِي الله زِدْنِي قَالَ اسْتَقِم وليحسن خلقك

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান