আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৫২
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৫২. হযরত জাবির ইবনে সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমি এমন একটি মজলিসে ছিলাম, যেখানে নবী (ﷺ) হযরত সামুরা ও আবু উমামা (রা) ছিলেন তখন নবী (ﷺ) বলেন: ইসলামের কোন কাজে অশ্লীলতার স্থান নেই। মানুষের মধ্যে সর্বোত্তম মুসলমান ঐ ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম।
(আহমাদ, তাবারানী বর্ণিত। তবে আহমাদের বর্ণনা সূত্র উত্তম এবং তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(আহমাদ, তাবারানী বর্ণিত। তবে আহমাদের বর্ণনা সূত্র উত্তম এবং তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4052- وَعَن جَابر بن سَمُرَة رَضِي الله عَنْهُمَا قَالَ كنت فِي مجْلِس فِيهِ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَسمرَة وَأَبُو أُمَامَة فَقَالَ إِن الْفُحْش والتفحش ليسَا من الْإِسْلَام فِي شَيْء وَإِن أحسن النَّاس إسلاما أحْسنهم خلقا
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَإسْنَاد أَحْمد جيد وَرُوَاته ثِقَات
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَإسْنَاد أَحْمد جيد وَرُوَاته ثِقَات