আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৫১
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৫১. ইবনে হিব্বানের অন্য বর্ণনায় অনুরূপ বর্ণিত আছে। তাঁর শব্দমালা এরূপ: প্রশ্নকারী বলল: ইয়া রাসুলাল্লাহ! মানুষকে সর্বাপেক্ষা কোন উত্তম বস্তু দেওয়া হয়েছে? তিনি বলেন: সচ্চরিত্র।
হাকিম ও বায়হাকী অনুরূপ বর্ণন করেছেন। ইমাম বায়হাকী (র) বলেনঃ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী এটি বিশুদ্ধ। তবে ইমাম বুখারী ও মুসলিম উক্ত হাদীসটি বর্ণনা করেননি। কেননা, উসামার বর্ণনা শুধুমাত্র একটি সূত্রে বর্ণিত আছে। তবে উপরোক্ত মন্তব্য ঠিক নয়। কেননা, হযরত উসামা (রা) থেকে যিয়াদ ইবনে ইলাকা এবং ইবনে আকমার ছাড়াও অন্যান্যগণ হাদীস বর্ণনা করেছেন।
হাকিম ও বায়হাকী অনুরূপ বর্ণন করেছেন। ইমাম বায়হাকী (র) বলেনঃ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী এটি বিশুদ্ধ। তবে ইমাম বুখারী ও মুসলিম উক্ত হাদীসটি বর্ণনা করেননি। কেননা, উসামার বর্ণনা শুধুমাত্র একটি সূত্রে বর্ণিত আছে। তবে উপরোক্ত মন্তব্য ঠিক নয়। কেননা, হযরত উসামা (রা) থেকে যিয়াদ ইবনে ইলাকা এবং ইবনে আকমার ছাড়াও অন্যান্যগণ হাদীস বর্ণনা করেছেন।
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4051- وَفِي رِوَايَة لِابْنِ حبَان بِنَحْوِهِ إِلَّا أَنه قَالَ يَا رَسُول الله فَمَا خير مَا أعطي الْإِنْسَان قَالَ خلق حسن
وَرَوَاهُ الْحَاكِم وَالْبَيْهَقِيّ بِنَحْوِ هَذِه وَقَالَ الْحَاكِم صَحِيح
على شَرطهمَا وَلم يخرجَاهُ لِأَن أُسَامَة لَيْسَ لَهُ سوى راو وَاحِد كَذَا قَالَ وَلَيْسَ بصواب فقد روى عَنهُ زِيَاد بن علاقَة وَابْن الْأَقْمَر وَغَيرهمَا
وَرَوَاهُ الْحَاكِم وَالْبَيْهَقِيّ بِنَحْوِ هَذِه وَقَالَ الْحَاكِم صَحِيح
على شَرطهمَا وَلم يخرجَاهُ لِأَن أُسَامَة لَيْسَ لَهُ سوى راو وَاحِد كَذَا قَالَ وَلَيْسَ بصواب فقد روى عَنهُ زِيَاد بن علاقَة وَابْن الْأَقْمَر وَغَيرهمَا