আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০৫০
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৫০. হযরত উসামা ইবনে শারীক (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমরা নবী (ﷺ)-এর নিকট এমন নীরবে বসা ছিলাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। আমাদের মধ্যে কেউ বাক্যালাপ করছিল না। এমতাবস্থায় কিছু সংখ্যক লোক তাঁর নিকট এসে বলল: আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় বান্দা কে? তিনি জবাবে বলেন: যে উত্তম চরিত্রের অধিকারী।
(তাবারানী বর্ণিত। তাঁর বর্ণনাকারীদের বর্ণনা দলীল হিসেবে গ্রহণযোগ্য ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4050- وَعَن أُسَامَة بن شريك رَضِي الله عَنهُ قَالَ كُنَّا جُلُوسًا عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كَأَنَّمَا على رؤوسنا الطير مَا يتَكَلَّم منا مُتَكَلم إِذْ جَاءَهُ أنَاس فَقَالُوا من أحب عباد الله إِلَى الله تَعَالَى قَالَ أحْسنهم خلقا

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান