আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০৫৪
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৫৪. মালিক (র) হযরত মু'আয (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, আমি যখন উটের পাদানীতে পা রাখ ছিলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সবশেষে যে উপদেশ দিয়েছিলেন তা হল এইঃ হে মু'আয! তুমি মানুষের কাছে তোমার চরিত্রকে সুশোভিত করে উপস্থাপন করবে।
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4054- وَرَوَاهُ مَالك عَن معَاذ قَالَ كَانَ آخر مَا أَوْصَانِي بِهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حِين وضعت رجْلي فِي الغرز أَن قَالَ يَا معَاذ أحسن خلقك للنَّاس
tahqiqতাহকীক:তাহকীক চলমান