আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৪৭
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৪৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসুলুল্লাহ (ﷺ) আবূ যার (রা)-এর সাথে সাক্ষাৎ করে বলেন, হে আবু যার! তোমাকে কি আমি এমন দু'টি নেককাজের কথা অবহিত করব না, যা তোমার পক্ষে বহন করা সহজ এবং তা অন্যান্য বস্তু অপেক্ষা পাল্লা ভারী করবে? সে বলল: হাঁ। ইয়া রাসুলাল্লাহ! তিনি বলেন, সেই সদ গুণ দু'টো হল এইঃ তুমি চরিত্রবান হবে এবং দীর্ঘ নীরবতা অবলম্বন করবে। ঐ মহান সত্তার শপথ, যাঁর নিয়ন্ত্রণে আমার জীবন, উপরোক্ত দু'টি গুণে ভূষিত হওয়া ব্যতীত কেউ এমন কাজ করতে পারে না।
(ইবনে আবুদ দুনিয়া, তাবারানী, বাযযার। আবু ই'আলা উত্তম সনদে নিজ শব্দে বর্ণনা করেন। তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত। আবু শায়খ ইবনে হিব্বান 'কিতাবুস সাওয়াব' গ্রন্থে অজ্ঞাত সনদে বর্ণনা করেন। তিনি নিজ শব্দে হযরত আবূ যার (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: "হে আবু যার! আমি কি তোমাকে এমন উত্তম ইবাদতের, যা তোমার শরীরের জন্য কষ্ট মুক্ত, যা পাল্লা ভারী করে। যা রসনার জন্য (উচ্চারণে) সহজতর, তা অবহিত করব না? আমি বললাম: হাঁ, আমার পিতামাতা আপনার উৎসর্গ হোন। তিনি বলেনঃ তোমার অপরিহার্য কর্তব্য হল, দীর্ঘ নীরবতা অবলম্বন করা এবং চরিত্রবান হওয়া। কেননা, হে আবু যার! ঐ দু'টি কাজের সামান কোন কাজ কেউ করতে পারে না।")
(ইবনে আবুদ দুনিয়া, তাবারানী, বাযযার। আবু ই'আলা উত্তম সনদে নিজ শব্দে বর্ণনা করেন। তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত। আবু শায়খ ইবনে হিব্বান 'কিতাবুস সাওয়াব' গ্রন্থে অজ্ঞাত সনদে বর্ণনা করেন। তিনি নিজ শব্দে হযরত আবূ যার (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: "হে আবু যার! আমি কি তোমাকে এমন উত্তম ইবাদতের, যা তোমার শরীরের জন্য কষ্ট মুক্ত, যা পাল্লা ভারী করে। যা রসনার জন্য (উচ্চারণে) সহজতর, তা অবহিত করব না? আমি বললাম: হাঁ, আমার পিতামাতা আপনার উৎসর্গ হোন। তিনি বলেনঃ তোমার অপরিহার্য কর্তব্য হল, দীর্ঘ নীরবতা অবলম্বন করা এবং চরিত্রবান হওয়া। কেননা, হে আবু যার! ঐ দু'টি কাজের সামান কোন কাজ কেউ করতে পারে না।")
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4047- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ لَقِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَبَا ذَر فَقَالَ يَا أَبَا ذَر أَلا أدلك على خَصْلَتَيْنِ هما أخف على الظّهْر وأثقل على الْمِيزَان من غَيرهمَا قَالَ بلَى يَا رَسُول الله قَالَ عَلَيْك بِحسن الْخلق وَطول الصمت فوالذي نَفسِي بِيَدِهِ مَا عمل الْخَلَائق بمثلهما
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَالْبَزَّار وَأَبُو يعلى بِإِسْنَاد جيد رُوَاته ثِقَات وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب بِإِسْنَاد واه عَن أبي ذَر وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا أَبَا ذَر أَلا أدلك على أفضل الْعِبَادَة وأخفها على الْبدن وأثقلها فِي الْمِيزَان وأهونها على اللِّسَان قلت بلَى فدَاك أبي وَأمي قَالَ عَلَيْك بطول الصمت وَحسن الْخلق فَإنَّك لست بعامل يَا أَبَا ذَر بمثلهما
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَالْبَزَّار وَأَبُو يعلى بِإِسْنَاد جيد رُوَاته ثِقَات وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب بِإِسْنَاد واه عَن أبي ذَر وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا أَبَا ذَر أَلا أدلك على أفضل الْعِبَادَة وأخفها على الْبدن وأثقلها فِي الْمِيزَان وأهونها على اللِّسَان قلت بلَى فدَاك أبي وَأمي قَالَ عَلَيْك بطول الصمت وَحسن الْخلق فَإنَّك لست بعامل يَا أَبَا ذَر بمثلهما