আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৪৬
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৪৬. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন: আমি কি তোমাদেরকে ঐ ব্যক্তির ব্যাপারে অবহিত করব না, যে আমার নিকট সর্বাধিক প্রিয় এবং কিয়ামতের দিন আমার ও তোমাদের মধ্যে অধিক নিকটতর হবে? এ বাক্যটি তিনি দুইবার অথবা তিনবার বলেন, সাহাবায়ে কিরাম বলেন: হাঁ, ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলেন। সে হল তোমাদের মধ্যকার চরিত্রবান ব্যক্তি।
(আহমাদ, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
(আহমাদ, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4046- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَلا أخْبركُم بأحبكم إِلَيّ وأقربكم مني مَجْلِسا يَوْم الْقِيَامَة فَأَعَادَهَا مرَّتَيْنِ أَو ثَلَاثًا
قَالُوا نعم يَا رَسُول الله
قَالَ أحسنكم خلقا
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه
قَالُوا نعم يَا رَسُول الله
قَالَ أحسنكم خلقا
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه