আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৪৮
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৪৮. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ হে আবু দারদা! আমি কি তোমাকে এমন দু'টি বিষয়ে অবহিত করা না, যা সহজসাধ্য অথচ সাওয়াবের দিক থেকে বিরাট? আল্লাহর সাক্ষাতে এর অনুরূপ দু'টি উত্তম কাজ নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না। আর তা হলঃ দীর্ঘ নীরবতা অবলম্বন করা এবং উত্তম চরিত্রের অধিকারী হওয়া।
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4048- وَرَوَاهُ أَيْضا من حَدِيث أبي الدَّرْدَاء قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَا أَبَا الدَّرْدَاء أَلا أنبئك بأمرين خَفِيف مؤنتهما عَظِيم أجرهما لم تلق الله عز وَجل بمثلهما طول الصمت وَحسن الْخلق