আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৩৬
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৩৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: দীন অবলম্বনে রয়েছে মু'মিনের মর্যাদা, সহমর্মিতা অবলম্বনে রয়েছে তার বুদ্ধিমত্তা এবং উত্তম চরিত্র অবলম্বনে রয়েছে তার বংশ মর্যাদা।
(ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ, হাকিম ও বায়হাকী বর্ণিত। তাঁরা সবাই মুসলিম ইবনে খালিদ যুনজী থেকে উক্ত হাদীসটি বর্ণনা করেন। হাকিম বলেন: হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ। ইমাম বায়হাকী (র) উমার (রা) হতে মাওকুফ সূত্রে বিশুদ্ধ সনদে বর্ণনা করেন। সম্ভবত হাদীসটি মাওকুফ হওয়াই উত্তম।)
(ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ, হাকিম ও বায়হাকী বর্ণিত। তাঁরা সবাই মুসলিম ইবনে খালিদ যুনজী থেকে উক্ত হাদীসটি বর্ণনা করেন। হাকিম বলেন: হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ। ইমাম বায়হাকী (র) উমার (রা) হতে মাওকুফ সূত্রে বিশুদ্ধ সনদে বর্ণনা করেন। সম্ভবত হাদীসটি মাওকুফ হওয়াই উত্তম।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4036- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كرم الْمُؤمن دينه ومروءته عقله وحسبه خلقه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة مُسلم بن خَالِد الزنْجِي وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط مُسلم وَرَوَاهُ الْبَيْهَقِيّ أَيْضا مَوْقُوفا على عمر صحّح إِسْنَاده وَلَعَلَّه أشبه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة مُسلم بن خَالِد الزنْجِي وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط مُسلم وَرَوَاهُ الْبَيْهَقِيّ أَيْضا مَوْقُوفا على عمر صحّح إِسْنَاده وَلَعَلَّه أشبه