আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৩৭
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৩৭. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) তাকে বলেছেন: হে আবু যার! ভেবে চিন্তে কাজ করাই বুদ্ধিমত্তার পরিচয়, অন্যায় কাজ থেকে বিরত থাকাই পরহিযগারী, সচ্চরিত্রেই রয়েছে বংশীয় কৌলিন্য।
(ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ ও অন্যান্যগণ বর্ণনা করেন। এ হাদীসটি দীর্ঘ, তবে তার আংশিক বর্ণনা "যুলম অনুচ্ছেদে" পেছনে বর্ণিত হয়েছে।)
(ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ ও অন্যান্যগণ বর্ণনা করেন। এ হাদীসটি দীর্ঘ, তবে তার আংশিক বর্ণনা "যুলম অনুচ্ছেদে" পেছনে বর্ণিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4037 - وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهُ يَا أَبَا ذَر لَا عقل كالتدبير وَلَا ورع كَالْكَفِّ وَلَا حسب كحسن الْخلق
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَغَيره فِي آخر حَدِيث طَوِيل تقدم مِنْهُ قِطْعَة فِي الظُّلم
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَغَيره فِي آخر حَدِيث طَوِيل تقدم مِنْهُ قِطْعَة فِي الظُّلم