আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৩৫
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৩৫. হযরত সাফওয়ান ইবনে সুলায়ম (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সাবধান! আমি কি তোমাদেরকে সহজ ইবাদত এবং বিনা কষ্টে করা যায় এমন কাজ সম্বন্ধে অবহিত করব না? তা হল: নীরব থাকা এবং উত্তম চরিত্রের অধিকারী হওয়া।
(ইবনে আবুদ দুনিয়া 'কিতাবুস সামত' এ মুরসাল সূত্রে বর্ণনা করেন।)
(ইবনে আবুদ দুনিয়া 'কিতাবুস সামত' এ মুরসাল সূত্রে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4035- وَعَن صَفْوَان بن سليم قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أخْبركُم بأيسر الْعِبَادَة وأهونها على الْبدن الصمت وَحسن الْخلق
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت مُرْسلا
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت مُرْسلا