আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৩৪
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৩৪. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। নিশ্চয়ই সদালাপী মুসলিম ব্যক্তি উত্তম চরিত্র ও সৎস্বভাবের কারণে (কিয়ামতের দিন) সর্বদা সিয়াম পালনকারী ও রাতে কুরআন তিলাওয়াতকারীর মর্যাদা লাভ করবে।
(হাদীসখানা আহমদ ও তিবরানী কাবির গ্রন্থে বর্ণনা করেন। এবং আহমদের বর্ণনাটি ইবনে লাহিয়্যা ব্যতীত নির্ভরযোগ্য।
الضريبة: الطبيعة সৎস্বভাব।)
(হাদীসখানা আহমদ ও তিবরানী কাবির গ্রন্থে বর্ণনা করেন। এবং আহমদের বর্ণনাটি ইবনে লাহিয়্যা ব্যতীত নির্ভরযোগ্য।
الضريبة: الطبيعة সৎস্বভাব।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4034- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الْمُسلم المسدد ليدرك دَرَجَة الصوام القوام بآيَات الله بِحسن خلقه وكرم ضريبته
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير ورواة أَحْمد ثِقَات إِلَّا ابْن لَهِيعَة
الضريبة الطبيعة وزنا وَمعنى
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير ورواة أَحْمد ثِقَات إِلَّا ابْن لَهِيعَة
الضريبة الطبيعة وزنا وَمعنى