আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৮৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
দানকৃত বস্তু ফেরৎ নেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৮৬. হযরত ইবনে উমার ও ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: দান বা হেবা করে ফেরৎ নেওয়া কারো জন্য বৈধ নয়; তবে পিতা তার পুত্রকে যা দান করে, তার ব্যাপার স্বতন্ত্র। যে ব্যক্তি দান করে অথবা হেবা তা ফেরৎ গ্রহণ করে, সে ঐ কুকুরের ন্যায়, যে তৃপ্তি সহকারে আহার করে বমি করে। পরে সে তার বমি খেয়ে ফেলে।
(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজা বর্ণিত। তবে ইমাম তিরমিযী (র) বলেন। হাদীসটি হাসান সহীহ্।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عود الْإِنْسَان فِي هِبته
3986- وَعَن ابْن عمر وَابْن عَبَّاس رَضِي الله عَنْهُم أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يحل لرجل أَن يُعْطي لرجل عَطِيَّة أَو يهب هبة ثمَّ يرجع فِيهَا إِلَّا الْوَالِد فِيمَا يُعْطي وَلَده وَمثل الَّذِي يرجع فِي عطيته أَو هِبته كَالْكَلْبِ يَأْكُل فَإِذا شبع قاء ثمَّ عَاد فِي قيئه

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান