আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৮৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
দানকৃত বস্তু ফেরৎ নেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৮৫. হযরত উমার ইবনে খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি আল্লাহর পথে একটি ঘোড়া দান করলাম। এরপর আমি তা ক্রয় করার ইচ্ছা করলাম। আমার মনে হল, সে সস্তা দামে তা বিক্রি করবে। এরপর আমি এ বিষয়ে নবী (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেনঃ তুমি তা ক্রয় করো না এবং তোমার সাদাকার দিকে ফিরে যেওনা, যদিও সে তা এক দিরহামের বিনিময়ে দান করে। কেননা, সাদাকা ফেরত গ্রহণকারী, বমি করে তা ভক্ষণকারীর ন্যায়।
(বুখারী ও মুসলিম বর্ণিত।
حملت على فرس في سبيل الله -এর মর্ম হল, আমি জনৈক ব্যক্তিকে জিহাদে ব্যবহারের জন্য একটি ঘোড়া দান করলাম।)
(বুখারী ও মুসলিম বর্ণিত।
حملت على فرس في سبيل الله -এর মর্ম হল, আমি জনৈক ব্যক্তিকে জিহাদে ব্যবহারের জন্য একটি ঘোড়া দান করলাম।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عود الْإِنْسَان فِي هِبته
3985- وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ حملت على فرس فِي سَبِيل الله فَأَرَدْت أَن أشتريه فَظَنَنْت أَنه يَبِيعهُ برخص فَسَأَلت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَا تشتره وَلَا تعد فِي صدقتك وَإِن أعطاكه بدرهم فَإِن الْعَائِد فِي صدقته كالعائد فِي قيئه
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
قَوْله حملت على فرس فِي سَبِيل الله أَي أَعْطَيْت فرسا لبَعض الْغُزَاة ليجاهد عَلَيْهِ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
قَوْله حملت على فرس فِي سَبِيل الله أَي أَعْطَيْت فرسا لبَعض الْغُزَاة ليجاهد عَلَيْهِ