আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৮৪
অধ্যায়ঃ সদ্ব্যবহার
দানকৃত বস্তু ফেরৎ নেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৮৪. অন্য বর্ণনায় আছে, যে ব্যক্তি দান করে ফেরৎ নেয়, সে ঐ কুকুরের মত, যে বমি করে সে বমির দিকে ফিরে আসে এবং তা খেয়ে ফেলে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজা বর্ণিত। আবু দাউদের শব্দমালা এরূপ : দানকৃত বস্তু ফেরৎ গ্রহণকারী, বমি করে তা পুনরায় আহারকারীর ন্যায়। কাতাদা (র) বলেন, আমার জানা মতে বমি ভক্ষণ করা হারাম।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজা বর্ণিত। আবু দাউদের শব্দমালা এরূপ : দানকৃত বস্তু ফেরৎ গ্রহণকারী, বমি করে তা পুনরায় আহারকারীর ন্যায়। কাতাদা (র) বলেন, আমার জানা মতে বমি ভক্ষণ করা হারাম।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عود الْإِنْسَان فِي هِبته
3984- وَفِي رِوَايَة مثل الَّذِي يعود فِي هِبته كَمثل الْكَلْب يقيء ثمَّ يعود فِي قيئه فيأكله
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَلَفظ أبي دَاوُد الْعَائِد فِي هِبته كالعائد فِي قيئه
قَالَ قَتَادَة وَلَا نعلم الْقَيْء إِلَّا حَرَامًا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَلَفظ أبي دَاوُد الْعَائِد فِي هِبته كالعائد فِي قيئه
قَالَ قَتَادَة وَلَا نعلم الْقَيْء إِلَّا حَرَامًا