আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৮৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
দানকৃত বস্তু ফেরৎ নেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৮৩. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি দানকৃত বস্তু ফেরৎ নেয়, সে ঐ কুকুরের ন্যায়, যে বমি করে পুনরায় খেয়ে ফেলে।
كتاب البر والصلة
التَّرْهِيب من عود الْإِنْسَان فِي هِبته
3983- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الَّذِي يرجع فِي هِبته كَالْكَلْبِ يرجع فِي قيئه