আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৮১
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৮১. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: তোমরা দানশীলের অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ। কেননা, যখনই তার পদস্খলন ঘটে, তখনই আল্লাহ্ তার হাত ধরে তাকে রক্ষা করেন।
(ইবনে আবুদ দুনিয়া, ইস্পাহানী, আবু শায়খ (র) ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3981- وَرُوِيَ عَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تجافوا عَن ذَنْب السخي فَإِن الله آخذ بِيَدِهِ كلما عثر

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا والأصبهاني وَرَوَاهُ أَبُو الشَّيْخ من حَدِيث ابْن عَبَّاس
tahqiqতাহকীক:তাহকীক চলমান