আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৮০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৮০. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ছুরি অগ্রগামী হয়, দানশীল ব্যক্তির ঘরে রিযক তদপেক্ষা উটের কুঁজের দিকে যেরূপ দ্রুতগামী হয়।
(আবু শায়খ, ইবনে মাজা (র) ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণিত, আর ইবনে মাজাহ বর্ণিত হাদীসটি যিয়াফত অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
(আবু শায়খ, ইবনে মাজা (র) ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণিত, আর ইবনে মাজাহ বর্ণিত হাদীসটি যিয়াফত অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3980- وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الرزق إِلَى أهل بَيت فِيهِ السخاء أسْرع من الشَّفْرَة إِلَى سَنَام الْبَعِير
رَوَاهُ أَبُو الشَّيْخ أَيْضا وَلابْن مَاجَه من حَدِيث ابْن عَبَّاس نَحوه وَتقدم لَفظه فِي الضِّيَافَة
رَوَاهُ أَبُو الشَّيْخ أَيْضا وَلابْن مَاجَه من حَدِيث ابْن عَبَّاس نَحوه وَتقدم لَفظه فِي الضِّيَافَة