আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৮৭
অধ্যায়ঃ সদ্ব্যবহার
দানকৃত বস্তু ফেরৎ নেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৮৭. হযরত আমর ইবনে শু'আয়ব পর্যায়েক্রমে তার পিতা থেকে, তিনি আবদুল্লাহ ইবনে আমর (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেনঃ যে ব্যক্তি দান করে পুনরায় তা ফেরৎ নেয়, তার দৃষ্টান্ত ঐ কুকুরের মত, যে বমি করে নিজেই তা খেয়ে ফেলে। এরপরও দানকারী যদি তা ফেরৎ নিতে চায়, তবে সে যেন বুঝে শুনে তা ফেরৎ নেয়। তার উচিত দানকৃত বস্তু ফিরিয়ে দেওয়া।
(আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজা বর্ণিত।)
(আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজা বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عود الْإِنْسَان فِي هِبته
3987- وَعَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مثل الَّذِي يسْتَردّ مَا وهب كَمثل الْكَلْب يقيء فيأكل قيئه فَإِذا اسْتردَّ الْوَاهِب فليوقف فليعرف بِمَا اسْتردَّ ثمَّ ليدفع مَا وهب
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه