আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৭২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৭২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন তোমাদের মধ্যকার উত্তম ব্যক্তি শাসক হবে, ধনী ব্যক্তিরা দানশীল হবে, তোমাদের কাজকর্ম পারস্পারিক পরামর্শ ভিত্তিক হবে, তখন তোমাদের যমীনের অভ্যন্তর ভাগ অপেক্ষা উপরিভাগ উত্তম হবে। আর যখন তোমাদের মধ্যকার নিকৃষ্ট ব্যক্তি শাসক হবে, ধনী ব্যক্তিরা কৃপণ হবে, তোমাদের কর্তৃত্ব নারীদের হাতে সমর্পিত হবে, তখন যমীনের অভ্যন্তর ভাগ উপরিভাগ থেকে উত্তম হবে।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসনা-গরীব।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3972- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا كَانَ أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شُورَى بَيْنكُم فَظهر الأَرْض خير لكم من بَطنهَا وَإِذا كَانَت أمراؤكم شِرَاركُمْ وأغنياؤكم بخلاءكم وأموركم إِلَى نِسَائِكُم فبطن الأَرْض خير لكم من ظهرهَا

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান