আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৭৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৭৩. হযরত হাসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ যখন কোন জাতির কল্যাণ চান, তখন তাদের উপর বিজ্ঞ শাসক নিয়োগ করেন এবং দানশীলদের সম্পদশালী করেন। পক্ষান্তরে, আল্লাহ যখন কোন জাতির অকল্যাণ চান, তখন তিনি তাদের উপর নির্বোধ শাসক নিয়োগ করেন এবং কৃপণের সম্পদশালী করেন।
(আবু দাউদের মারাসীল গ্রন্থে বর্ণিত।)
(আবু দাউদের মারাসীল গ্রন্থে বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3973- وَعَن الْحسن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا أَرَادَ الله بِقوم خيرا ولى أَمرهم الْحُكَمَاء وَجعل المَال عِنْد السمحاء وَإِذا أَرَادَ الله بِقوم شرا ولى أَمرهم السُّفَهَاء وَجعل المَال عِنْد البخلاء
رَوَاهُ أَبُو دَاوُد فِي مراسيله
رَوَاهُ أَبُو دَاوُد فِي مراسيله