আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৭১
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৭১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মু'মিন হল সরল ও ভদ্র, আর পাপাচারী হল প্রতারক ও অভদ্র।
(আবু দাউদ ও তিরমিযী (র) বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি গরীব।
(হাফিয মুনযিরী (র) বলেন)। উক্ত হাদীসটিকে ইমাম আবু দাউদ (র) যাঈফ বলেননি। উভয়ের বর্ণনায় বিশর ইবনে রাফি (র) ব্যতীত সকলেই বিশ্বস্ত এবং কারো কারো মতে তিনিও বিশ্বস্ত।
غر كريم প্রতারক ও দুষ্কৃতিকারী নয়, এমন ব্যক্তি। কারণ প্রতারক মানুষকে বশে আনার জন্য প্রতারণা করে।
الخب ঐ প্রতারক, যে দুষ্কর্ম ও বিপর্যয়ের দ্বারা সমাজে অশান্তি সৃষ্টি করে।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3971- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمُؤمن غر كريم والفاجر خب لئيم

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
قَالَ الْحَافِظ لم يُضعفهُ أَبُو دَاوُد ورواتهما ثِقَات سوى بشر بن رَافع وَقد وثق
قَوْله غر كريم أَي لَيْسَ بِذِي مكر وَلَا فطنة للشر فَهُوَ ينخدع لانقياده وَلينه
والخب بِفَتْح الْخَاء الْمُعْجَمَة وتكسر هُوَ الخداع السَّاعِي بَين النَّاس بِالشَّرِّ وَالْفساد
tahqiqতাহকীক:তাহকীক চলমান