আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৬৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৬৮. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: কোন মু'মিনের মধ্যে দু'টি স্বভাব একত্র হতে পারে না। তা হলঃ ১. কৃপণতা ও ২. অসচ্চরিত্র।
(তিরমিযী ও অন্যান্যগণ বর্ণনা করেন। তিরমিযী বলেন, হাদীসটি গরীব। কেননা, হাদীসটি সাদাকা ইবনে মুসার সূত্র ব্যতীত আমার জানা নেই।)
(তিরমিযী ও অন্যান্যগণ বর্ণনা করেন। তিরমিযী বলেন, হাদীসটি গরীব। কেননা, হাদীসটি সাদাকা ইবনে মুসার সূত্র ব্যতীত আমার জানা নেই।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3968- وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خصلتان لَا يَجْتَمِعَانِ فِي مُؤمن الْبُخْل وَسُوء الْخلق
رَوَاهُ التِّرْمِذِيّ وَغَيره وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من حَدِيث صَدَقَة بن مُوسَى
رَوَاهُ التِّرْمِذِيّ وَغَيره وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من حَدِيث صَدَقَة بن مُوسَى