আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৬৭
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৬৭. হযরত আবূ যার (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন এবং তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ ক্ষুদ্ধ। পরে তিনি হাদীস বর্ণনার এক পর্যায়ে বলেন: তিনি (আল্লাহ) বৃদ্ধ ব্যভিচারী, কৃপণ ও অহংকারীর প্রতি ক্ষুদ্ধ।
(ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। হাদীসটির পূর্ণ বিবরণ صدقة السر অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3967- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة يُحِبهُمْ الله وَثَلَاثَة يبغضهم الله
فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ وَيبغض الشَّيْخ الزَّانِي والبخيل والمتكبر

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَهُوَ بِتَمَامِهِ فِي صَدَقَة السِّرّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান