আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৬৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৬৬. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বনী আদমের জন্য তিনটি বস্তু ধ্বংসকারী, তিনটি বস্তু মুক্তিদানকারী ও তিনটি বস্তু মর্যাদা সমুন্নতকারী। যে তিনটি বস্তু ধ্বংসকারী, তা হল : ১. সম্পদ সঞ্চয়ে অধিক অভ্যস্ত ব্যক্তি ২. আত্মপূজারী এবং ৩. নিজ কর্মে আনন্দে আত্মহারা।
আল-হাদীস। তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত। উক্ত হাদীসটি অনুরূপ আনাস (রা) হতে انتظار الصلواة অধ্যায়ে পেছনে অতিবাহিত হয়েছে।
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3966- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث مهلكات وَثَلَاث منجيات وَثَلَاث كَفَّارَات وَثَلَاث دَرَجَات فَأَما المهلكات فشح مُطَاع وَهوى مُتبع وَإِعْجَاب الْمَرْء بِنَفسِهِ الحَدِيث

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَتقدم فِي بَاب انْتِظَار الصَّلَاة حَدِيث أنس بِنَحْوِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান