আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৯৬৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৬৫. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা স্বহস্তে 'জান্নাতে আদন' বানিয়েছেন, সেখানে বৃক্ষরোপন করেছেন, সেখানে নহর প্রবাহিত করেছেন। এরপর তিনি জান্নাতের দিকে তাকিয়ে বলেনঃ তুমি আমার সাথে কথা বল। তখন সে বলল: قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ অর্থাৎ "মু'মিনগণই সফলকাম"। এরপর আল্লাহ বলেন: আমার মর্যাদা ও মাহাত্ম্যের শপথ, আমাকে অতিক্রম করে তোমাদের মধ্যে কোন কৃপণ প্রবেশ করতে পারবে না।
(তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থে দু'টি সনদে হাদীসটি বর্ণিত। তবে তন্মধ্যে একটি সূত্র উত্তম এবং ইবনে আবুদ দুনিয়া (র) আনাস ইবনে মালিক (রা) হতে صفة الجنة (জান্নাতের বৈশিষ্ট্য) অধ্যায়ে উক্ত হাদীসটি বর্ণনা করেন। আল্লাহ চাহেত: হাদীসটি সামনে আসবে।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3965- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خلق الله جنَّة عدن بِيَدِهِ ودلى فِيهَا ثمارها وشق فِيهَا أنهارها ثمَّ نظر إِلَيْهَا فَقَالَ لَهَا تكلمي فَقَالَت قد أَفْلح الْمُؤْمِنُونَ فَقَالَ وَعِزَّتِي وَجَلَالِي لَا يجاورني فِيك بخيل

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط بِإِسْنَادَيْنِ أَحدهمَا جيد وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي صفة الْجنَّة من حَدِيث أنس بن مَالك وَيَأْتِي إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান