আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৯৬৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৬৯. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: দানশীল ব্যক্তি আল্লাহরও নিকটে এবং জান্নাতেরও নিকটে, মানুষেরও নিকটে অথচ জাহান্নাম থেকে দূরে। আর কৃপণ ব্যক্তি আল্লাহরও দূরে এবং জান্নাত হতেও দূরে, মানুষ হতেও দূরে অথচ জাহান্নামের নিকটে। নিশ্চয়ই মূর্খদাতা কৃপণ সাধক অপেক্ষা আল্লাহর নিকট অধিক প্রিয়।
(ইমাম তিরমিযী (র) সাঈদ ইবনে মুহাম্মাদ ওয়াররাক থেকে, তিনি ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে, তিনি আরাজ থেকে হযরত আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি (ইমাম তিরমিযী) বলেন। হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ (রা) হযরত আয়েশা (রা) হতে মুরসাল সূত্রে বর্ণনা করেন।)
(ইমাম তিরমিযী (র) সাঈদ ইবনে মুহাম্মাদ ওয়াররাক থেকে, তিনি ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে, তিনি আরাজ থেকে হযরত আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি (ইমাম তিরমিযী) বলেন। হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ (রা) হযরত আয়েশা (রা) হতে মুরসাল সূত্রে বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3969- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ السخي قريب من الله قريب من الْجنَّة قريب من النَّاس بعيد من النَّار والبخيل بعيد من الله بعيد من الْجنَّة بعيد من النَّاس قريب من النَّار ولجاهل سخي أحب إِلَى الله من عَابِد بخيل
رَوَاهُ التِّرْمِذِيّ من حَدِيث سعيد بن مُحَمَّد الْوراق عَن يحيى بن سعيد عَن الْأَعْرَج
عَن أبي هُرَيْرَة وَقَالَ إِنَّمَا يرْوى عَن يحيى بن سعيد عَن عَائِشَة مُرْسلا
رَوَاهُ التِّرْمِذِيّ من حَدِيث سعيد بن مُحَمَّد الْوراق عَن يحيى بن سعيد عَن الْأَعْرَج
عَن أبي هُرَيْرَة وَقَالَ إِنَّمَا يرْوى عَن يحيى بن سعيد عَن عَائِشَة مُرْسلا